শুধুমাত্র তোমারে পাইয়া গেলে, একজীবনে আমার আর কিছু না পাইলেও চলবে! তোমার মিষ্টি হাসি, তোমার ঠোঁট নাড়িয়ে কথা কওয়া এসব দেখেই একজীবন পার কইরা দিবার পারবো। তোমার হাত ধইরা রাস্তা পার কইরা দেওয়া চোখের উপর দিয়া চুল সরাইয়া দেওয়া কপালে টুপ কইরা চুমু খাওয়া এসব আমি আর কই পাবো কও? এই যে বকুল ফুল আইনা মালা বানাইয়া দাও, আমার প্রিয় সন্ধ্যামালতী গাছটারে আমার মতন যত্ন নাও বৃষ্টিতে ভেজার সময় শক্ত কইরা হাত ধইরা রাখো! আবার জ্বর হইলে সারারাত জাইগা ফোনের ওপাশে বইসা থাকো এসব আর কে করবে কও? তুমি না থাকলে, টিনের চালে বৃষ্টির ঝুমঝুম শব্দ কার বুকে মাথা লাগাইয়া শুনমু কার সাথে এক কাপ চা ভাগ কইরা খামু কার পাশে বইসা রাজ্যের গল্প শুনমু! কে আমারে কবিতা শুনাইবো, খোঁপার মধ্যে কাঠগোলাপ আইনা গুঁইজা দিবো কার কাছে দুনিয়ার উদ্ভট আবদার করমু কার সাথে রাগ দেখাইয়া কমু যাওতো ভাল্লাগে না কে উলটা কইবো যাওয়ার জন্য কী আইছি নাকি পাগলী! কারে হুটহাট কল দিয়া কমু আমার এত অস্থির লাগে ক্যান কওতো, কে সব বিপদ আপদে কইবো এত চিন্তা করো ক্যান, "আমি আছি তো।" কে কইবো, "কাচের চুড়ি, বেলীর মালা দেইখা তোমার কথা মনে পরলো দেইখা নিয়া আসলাম।" সারা দুনিয়ার মানুষের ভালোবাসার দরকার নাই তো আমার, খালি তুমি ভালোবাসার মত ভালোবাসলেই হবে। শোনো সত্য কইতাছি, শুধুমাত্র তোমারে পাইয়া গেলে একজীবনে আমার আর কিছু না পাইলেও চলবে।